পুরশুড়ার শ্রীরামপুর অঞ্চলের হাটী গ্রামে পারিবারিক অশান্তির কারণে বৌমাকে মারধরের অভিযোগ চোট খুড়শ্বাশুড়ির বিরুদ্ধে। বৌমা স্বরস্বতী ঘোষের অভিযোগ কথা কাটাকাটি হওয়ার সময় ছোট খুড়শ্বাশুড়ি স্বরস্বতী দেবীকে পিছন থেকে ঠিলে দেয়। ঘটনাস্থলে মাথায় ও হাতে মারাত্মক ছোট পায় বৌমা স্বরস্বতী ঘোষ বলে বৌমার অভিযোগ। শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর ছোট খুড়শ্বাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বৌমা স্বরস্বতী ঘোষ।