দুর্গাপূজার প্রতিমা যত্রতত্র বিসর্জন করা যাবে না। পুলিশ প্রশাসনের চিহ্নিত করা জায়গায় করতে হবে প্রতিমা বিসর্জন। এমনকি প্রতিমা নিরঞ্জনে সাঁতার না জানা কাউকে নিয়ে যাওয়া যাবে না নদীঘাটে। গতবারের বালুরঘাট আত্রেয়ী নদীতে নিজেদের ইচ্ছেমত ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে দুজন নদীতে তলিয়ে মারা গিয়েছিল। তাই সেই দুর্ঘটনা যাতে এবার না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এনিয়ে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। শুক্রবারের বৈঠক পুলিশের তরফে বিষয়টি পরিস্কার করর জানানো হয়েছে।