দু’দিন ধরে নিখোঁজ, পুকুরে মিলল যুবকের দেহ — চাঞ্চল্য নওদায় মুর্শিদাবাদ জেলার নওদা থানার দুধসর এলাকায় চাঞ্চল্য। দু’দিন নিখোঁজ থাকার পর সোমবার সকালে পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আবু সাঈদ (৩৬)। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয়রা বাড়ির কাছের একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।