ক্রান্তি পঞ্চায়েত সমিতির হলঘরে আদিবাসী নৃত্য গোষ্ঠীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। এদিন নয়টি আদিবাসী নৃত্য গোষ্ঠীদের হাতে ধামসা মাদল তুলে দিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়। আজ আদিবাসীদের প্রধান উৎসব করম পুজো হবে রাত থেকে। রাতভর এই উপলক্ষে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ডুয়ার্সের সমস্ত এলাকায়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ধামসা মাদলের তালেই নৃত্যের আসর চলবে রাতভর। আগামী বৃহস্পতিবার করম ডালের বিসর্জন হবে বিভিন্ন এলাকায়।