জল যন্ত্রণার শিকার মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েত শিবরামবাটি কোন্দাপাড়া এলাকায় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। বুধবার বিকেলে জানা গিয়েছে, নিকাশি ব্যবস্থা না থাকায় বর্ষা নামালে এই ভাবে জলের তলায় রাস্তা। দীর্ঘ কয়েক বছর ধরে জল যন্ত্রণা শিকার হয়ে যাতায়াত করতে হয় ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসীকে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা।