রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মিছিল অনুষ্ঠিত হল চ্যাংড়াবান্ধায়। রবিবার দুপুরে এই মিছিল চ্যাংড়াবান্ধা হনুমান মন্দিরে থেকে যাত্রা শুরু হয়, এই মিছিল চাংড়াবান্ধা আইটিআই কলেজ হয়ে হাসপাতাল মোড় হয়ে বাজার পরিক্রমা করে পুনরায় হনুমান মন্দিরে এসে শেষ হয়। এই মিছিলে আনুমানিক ৬০ থেকে ৭০ জন রাষ্ট্রীয় স্বয়ংসেবক অংশগ্রহণ করেন । এই মিছিলে অংশগ্রহণ করেন শুভময় ঘোষ, জয়দেব দাস ও আরো অনেক স্থানীয় বিজেপি নেতৃরা।