বিশালগড় মহকুমার অধীনে ২০ জন উপজাতি মহিলাকে নিয়ে এক মাস ব্যাপী উপজাতির কারু শিল্প নকশা নান্দনিকতার সাথে ঐতিহ্যবাহী বুনন সম্পর্কিত কর্মশালা সহ প্রশিক্ষণের শুভ সূচনা হয় । এই প্রশিক্ষণের সহযোগিতা করেন উপজাতীয় গবেষণা এবং সংস্কৃতি ইনস্টিটিউট চড়িলাম আরডি দপ্তরের দ্বিতল ভবনে ২০জন উপজাতি মহিলাকে নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের প্রদীপ জেলে শুভ সূচনা করা হয়