জানা যায় কৃষ্ণনগর জোড়াকুঠি হাউসিং কোয়ার্টারে বসবাস করতেন পিডাবলুডি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কর্মী গোপীনাথ মান্ডি। তিনি বাড়িতে না থাকার সুযোগে কেউ বা কারা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে টাকা পয়সা সহ,সোনা গহনা, পাশাপাশি পেতনের আসবাবপত্র বাসনপত্র নিয়ে চম্পট দেয়। ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার জিনিস চুরি গেছে বলে তিনি জানিয়েছেন। এরপর সমস্ত ঘটনা তিনি কৃষ্ণনগর কোতয়ালী থানায় জানান থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।