প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেল যাত্রা থেকে স্বস্তি পেল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অবশেষে আদালতের শরণাপন্ন হলেন রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার কলকাতার ইডির বিশেষ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পাশাপাশি, আদালতের কাছে আগাম জামিনের আবেদনও জানান এই রাজ্য মন্ত্রী।