আরজি করের অভয়াকাণ্ডের প্রতিবাদ জানিয়ে গতবছর শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রত্যাখ্যান করেছিলেন দক্ষিণ কাঁথি বিধায়ক তথা কাথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপ কুমার দাস এ বছর আজকের দিনের শিক্ষক দিবস পালন করতে গিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থার সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেন "দাগি অপরাধী" শব্দটা বাংলা অভিধানে ছিল কিন্তু এবার থেকে নতুন সংযোজন হলো"দাগি শিক্ষক"