পুটিমারী ২ এ তৃণমূলের পথসভা, উপস্থিত মন্ত্রী ও বিধায়িকা। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই পথসভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সিতাই বিধায়িকা সংগীতা রায়, তৃণমূলের দিনহাটা ১ A ব্লক কমিটির সভাপতি সুধাংশু চন্দ্র রায়, INTTUC ব্লক সভাপতি সুব্রত বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। মূলত বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের হেনস্থা করার অভিযোগ তুলে এই পথসভা বলে জানা গেছে।