ফুটবলে রাজ্য জয় মানবাজারের কিরনের।।পাশাপাশি পুরুলিয়া জেলার মেয়েদের।৬৯ তম অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে রাজ্য বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো পুরুলিয়া জেলার মেয়েরা।সেই চ্যাম্পিয়ন দলের সদস্য পুরুলিয়ার মানবাজারের বড়তোড় গ্রামের বাসিন্দা কিরণ গোপ। বৃহস্পতিবার তারা উত্তর চব্বিশ পরগনা কে ৪ - ০ গোলে পরাজিত করে।কিরণ শনিবার দুপুর নাগাদ বাড়ি ফিরে।তাকে দেওয়া হয় সংবর্ধনা।