নাবালিকার বিয়ের প্রস্তাব নাকচ করায় এক যুবককে মারধর করার অভিযোগ উঠল নাবালিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিজয় বর্মন নামে ওই যুবক প্রথমে হিলি গ্রামীণ হাসপাতালে এবং পরে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বিষয়টি নজরে আসতেই গত শুক্রবার হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত যুবক বিজয় বর্মনের বাবা ক্ষিতিশ বর্মন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ঈশ্বরপাড়া এলাকায়।