শুক্রবার দেশ জুড়ে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হলো। শুক্রবার দুপুর সাড়ে বারোটার সময় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। পঞ্চায়েত অফিসে ভারতের জাতীয় পতাকা তোলেন পঞ্চায়েত প্রধান পম্পা সাহা মহন্ত। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েতের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনরা। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি এলাকার ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।