গত কয়েক দিন ধরে চড়া রোদ উঠেছে বঙ্গের আকাশে। সাময়িক বৃষ্টি উধাও হয়েছে। বেলা বাড়তেই সূর্যের তেজ বাড়ছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা স্বস্তির পূর্বাভাস দিল।মৌসুমী অক্ষরেখা দূর্বল হয়ে গেছে দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।