বিগত কয়েক বছর ধরেই জৌলুসহীন হয়ে রয়েছে ইস্পাত নগরীর চিরাচরিত জাঁকজমক ছবি। দুর্গাপুরে এককালীন রমরমিয়ে চলা রাষ্ট্রায়ত্ত কারখানা গুলি আজ চিরতরে বন্ধ। সেইসঙ্গে তালা ঝুলছে রাজ্য সরকারের বেশ কয়েকটি কারখানাতেও। যখন এই কারখানাগুলি রমরমিয়ে চলতো তখন সেই কারখানার শ্রমিক ও তার পরিবারে বিশ্বকর্মা পূজোকে কেন্দ্র করে আনন্দ ও উৎসবের রোশনাই লেগে থাকত। কিন্তু বর্তমানে সেই কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে এখন আর বিশ্বকর্মা পূজোকে ঘিরে বিশেষ কোনো উৎসাহ বা উদ্দীপনা লক্ষ্য