হরিদাসপুরে মাঠে কুয়োতে পড়ে জলে ডুবে মৃত্যু হল নলহাটির এক যুবকের। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ বীরভূমের নলহাটি থানার হরিদাসপুর গ্রামে। মৃত যুবকের নাম খোকন মাল, বয়স আনুমানিক ২৭ বছর, বাড়ি নলহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড লেট পাড়ায়। পরিবার সূত্রে জানা গেছে খোকন মাল ও তার এক বন্ধু গৌরাঙ্গ মাল দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় হরিদাসপুর। তার প্রায় ঘন্টাখানেক পরে তাদের কাছে খবর আসে এই দুর্ঘটনার। এলাকায় নেমেছে শোকের ছায়া।