রাজনগরের ঢাকা গ্রামের ফুটবল মাঠটিকে বিধায়কের ফান্ড থেকে সংস্কার করার অনুরোধ করলেন অনুব্রত মণ্ডল. রাজনগরের গাঙ্গমুড়ি-জয়পুর অঞ্চলের ঢাকা গ্রামে ঢাকা জাগরণ আদিবাসিক ক্লাবের উদ্যোগে তিন দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উপস্থিত হন অনুব্রত মণ্ডল। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু, আদিবাসী নেতা রবিন সরেন সহ অন্যান্যরা।