বিশালাকার কিং কোবরা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে। শনিবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার করা হয় একটি ১২ ফুট লম্বা কিং কোবরা। নিউ লাইন এলাকার বাসিন্দা কর্ণ ছেত্রীর বাড়িতে সাপটি প্রথম দেখতে পান স্থানীয়রা। বিশালকার সাপটি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে খবর দেন বন দপ্তরে। সেখান থেকে খবর যায় পরিবেশ প্রেমী সংগঠনের কাছে। সংগঠনের সদস্যরা এসে সাপটি উদ্ধার করে। পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায় বলেন, "সাপটি লম্বায় প্রায় ১২ ফুট।