রবিবার বিকেলে ভাগাড়ীরপাড় বাঁধের পাড় মনসা পূজো কমিটির তরফে ভেলা বানিয়ে ভেলাটিকে নদীতে ছেড়ে দেওয়া হয়। স্বপ্নাদেশ উপলক্ষেই এই পদ্ধতি অবলম্বন করা হয় বলে জানা যায়। ৩৫ বছর ধরে এভাবেই করে আসছেন তারা। সাতদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয় পূজা কে কেন্দ্র করে। অষ্টমঙ্গলার দিনেই ভেলা বানিয়ে নদীতে ভেসে দেওয়া হয় মনসা দেবীর প্রতিমা গুলিকে।