২০২৪-২৫ অর্থ বর্ষে বন্যায় কবলিত মৎস্য চাষীদের নিয়ে বিলোনিয়া মহকুমাধীন রাজনগর আরডি ব্লকের অন্তর্গত নিহার নগর কমিউনিটি হলে এক দিবসীয় সচেতনতা শিবির সহ ব্যাবহারিক সামগ্ৰী সহায়তা প্রদান করা হয় মৎস্য চাষীদের। সোমবার দুপুর দুইটা নাগাদ এক দিবসীয় সচেতনতা শিবির সহ সহায়তা প্রদান অনুষ্ঠানের সুচনা করেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। সাথে ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি তপন দেবনাথ , মৎস্য দপ্তরের জেলা আধিকারিক, মহকুমা আধিকারিক সহ অন্যান্য অতিথিরা। বিলোনিয়া মৎ