ফের বাড়ির সামনের রাস্তা থেকে দশ বছরের এক শিশুকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল চিতাবাঘ। কলাবাড়ি চাবাগানের পর ফের দুইনং আংরাভাষা গ্রামপঞ্চায়েতের উত্তর আংরাভাষা খুটাবাড়ি এলাকায় এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিস সুত্রেই জানা গিয়েছে শিশুটির নাম করিমুল হক। বয়স ১২। শিশুটি কলাবাড়ি বাংলা হাইস্কুলে স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করত। জানা গিয়েছে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ এক প্রতিবেশি সাহাবুল হককে সাথে নিয়ে বাছুর আনতে যায় করিমুল হক।