আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেলার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ৬ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর, ৭ ও ৮ অক্টোবর জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বিকেল পাঁচটা নাগাদ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝিয়ান ক্যাম্পাস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জনসাধারণকে ঝড়-বৃষ্টির সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।