রাতের আঁধারে গরু চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক বর্তমানে চিকিৎসাধীন উদয়পুর টেপানিয়া হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায় রাত আনুমানিক ২ টা ৩০ নাগাদ চোরের দল গরু চুরি করার উদ্দেশ্যে সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ড এর দাসপাড়া এলাকায় যুবরাজ দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। যুবরাজ দাস বাইরে লোকের আনাগোনা টের পেয়ে দেখতে গেলে চোরের দল বাড়ির মালিক যুবরাজ দাস কে বেধড়কভাবে মারধর করে।