ভীন রাজ্যে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যাক্তির।ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মানবাজার থানা এলাকায়। জানা যায় মানবাজার-১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের পিঁড়রগড়্যা গ্রামের বাসিন্দা অরুপ সিং সর্দ্দার (৩৫) কাজ করতো ওড়িষ্যায়।পরিবারের লোকজন সোমবার সকালে খবর পান সে ছাদ থেকে পড়ে মারা গেছে।ঘটনায় শোকের ছায়া ধানাড়া এলাকায়।