বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকাল এগারোটা নাগাদ বিলোনিয়া শহরের বিভিন্ন দোকানে অভিযান চালালো আধিকারিকরা । এই অভিযানে প্রায় পঁচাত্তর কেজি প্লাস্টিক কেরি ব্যাগ উদ্বার করে, ২৪ জন ব্যবসায়ীকে পনেরো হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বিনামূল্যে পচনশীল কেরি ব্যাগের সেম্পল তুলে দেন দোকানের মালিকের হাতে। ডিসিএম সঞ্জয় শীল, তিনি বিলোনীয়ার সমস্ত ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারন অংশের জনগনের কাছে অনুরোধ জানান তারা যেন বিকল্প ক্যারিব্যাগের যে সেম্পল দেওয়া