গণেশ চতুর্থী উপলক্ষে শামুক তলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো শামুকতলা হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে এমনটাই জানা গেছে বুধবার বিকেল তিনটে নাগাদ। এদিন বেলা একটা নাগাদ তারা গণেশ চতুর্থী উপলক্ষে বিশালাকার গনেশ প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয় শামুকতলা শক্তিনগর এলাকা থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিমা নিয়ে তারা পৌঁছান শামুকতলা বাজার হনুমান মন্দির সংলগ্ন এলাকায়। সেখানেই গণেশ চতুর্থীতে গণেশ পূজা করা হয়। শোভাযাত্রায় মহিলাদের পাশাপাশি কচিকাচাদের লম্বা লাইন