পুজোর আগে ডেঙ্গু প্রতিরোধে তৎপর কলকাতা পুরসভা। ডেঙ্গু নিয়ে এডভাইজারির পর শহর কলকাতার বিভিন্ন এলাকা একেবারে সরজমিনে পরিদর্শনে ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। আর মাত্র কয়েকটা দিন, তার পরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। শহরে প্রায় ২৩০০ কাছাকাছি পুজো মণ্ডপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ফলে গতকাল এডভাইজারি জারি করার পর এবার কলকাতার রাস্তায় নেমে পরিদর্শন করলেন ডেপুটি মেয়র।।