মুখ্যমন্ত্রীর আশ্বাসমতো দাসপুরের ফরিদপুরে প্রায় ৮ কোটি টাকা খরচে তৈরি হয়েছে গোল্ড হাব। তবে শুধু তৈরি হয়েছে বড় একটা নীল সাদা বিল্ডিং। কাজের নামমাত্র নেই গোল্ড হাব এ। গোল্ড হাব এর ঘোষণা হয়েছিল - ২০২০ সালে। খড়গপুরের প্রশাসনিক সভা থেকে ঘোষণা। ২০২৫ সালের ২২ এপ্রিল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন গোল্ড হাবের। কথা ছিল এক হাজার পরিযায়ী শ্রমিক।