‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে জেলা শাসক শামা পার্ভিন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর ব্লকের ক্যাম্পেরহাট জামুরিবাড়ি বুথে অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের উদ্যোগে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পার্ভিন, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, বিডিও মিহির কর্মকার, গড়ালবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান মাম্পি পারভীন সহ পঞ্চায়েত সমিতির একাধিক জনপ্র