গত শুক্রবার সন্ধ্যায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই পরিযায়ী শ্রমিক। সূত্রের খবর হায়দ্রাবাদ থেকে মুর্শিদাবাদ বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে জলঙ্গি নদীতে পড়ে যায় ওই যুবক। পরবর্তীতে পরিবারের লোকজন এবং পুলিশের সহযোগিতায় শনিবার সারাদিন ডুবুরি নামিয়ে খোঁজ খবর চলে। এরপর উদ্ধার হয় ওই পরিযায়ী শ্রমিকের দেহ। দেহটি নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।