বেলাকোবায় গোপন অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার,বাড়ি থেকে মদ তৈরির বিপুল সরঞ্জামও বাজেয়াপ্ত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বেলাকোবা আউটপোস্টের পুলিশ রাজগঞ্জ থানার মালিভিটা এলাকার বাসিন্দা সাবুল রায়ের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার হয়েছে। এদিন বিকেলে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল প্রেস বিজ্ঞপ্তিতে জানান প্রায় ১১০ লিটার চোলাই মদ (৬টি প্লাস্টিক জারে),