পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার বিকেলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠালো মেখলিগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি উচলপুকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ধুলিয়া বলদিয়া হাটি এলাকায়। ঘটনার জেড়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ব্যক্তির নাম শিবু বর্মন (৪২)। জানা যায় এদিন বিকেলে পুকুরে স্নান করতে নামে সেই যুবক। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও জলের উপরে ভেষে না ওঠায় প্রত্যক্ষদর্শীরা তরিঘরি জলে নেমে তল্লাশি চালায়।