পাড়ায় সমাধান শিবির পরিদর্শনে পৌঁছালেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। সোমবার আনুমানিক বেলা ২ টা নাগাদ পুঞ্চা ব্লকের ছিরুডি অঞ্চলের অন্তর্গত আড়ালি হাইস্কুলে শিবির পরিদর্শনে যান সকলে। জানা যায় সেখানে জন সাধারণের পাড়া ভিত্তিক নানা ধরনের সমস্যার কথা শুনেন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস।