হরিহরপাড়া থানার লালনগর হাইস্কুলে শিক্ষক দিবস কে কেন্দ্র করে দ্বাদশ শ্রেণি ও দশম শ্রেণির পড়ুয়াদের মধ্যে মারামারি। আহত হল ৮জন। ঘটনাটি ঘটেছে শনিবার হরিহরপাড়াতে। জানা গিয়েছে, হরিহরপাড়ার লালনগর হাইস্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে দ্বাদশ শ্রেণি ও দশম শ্রেণির পড়ুয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আহত হল আটজন। আহত অবস্থায় সকলকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর আহত অবস্থায় একজন ছাত্রকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।