Deganga, North Twenty Four Parganas | Aug 25, 2025
জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে গালাগালি ও মারধরের হুমকির অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি দেগঙ্গা ব্লকের রামনগর গ্রামের ঘটনা। সোমবার বেলা একটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির দাবি জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সাথে গোলমাল চলছে। এরই জেরে গত কয়েকদিন ধরে ওই প্রতিবেশী রাস্তাঘাটে আমাকে উদ্দেশ্য করে কটুক্তি এবং মারধরের হুমকি দিচ্ছে। তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।