ভয়াবহ নদী ভাঙ্গনের তীব্রতায় পশ্চিম রতনপুরের এক প্রান্তে বাঁধ ভেঙে গিয়েছিল। অন্যপ্রান্তে নতুন বাঁধের অধিকাংশ তলিয়ে যাওয়ায় আতঙ্কিত রয়েছে এলাকাবাসী। তবে সেই এলাকা জুড়ে জোর কদমে কাজ চলছে প্রশাসনের তরফে। মাটি ও বালি ভর্তি বস্তা ভাঙ্গা অংশে ফেলে দিয়ে ভাঙ্গন আটকানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পেলে এই এলাকা জুড়ে বড়সড় বিপদ যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে তৎপরতার সাথে কাজ চালানো হচ্ছে। অত্যন্ত বিপদজনক অবস্থায় রয়েছেন নতুন বাঁধ।