নিখোঁজ যুবককে অবিলম্বে খুঁজে বার করতে হবে এই দাবিতেই পথ অবরোধ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। বাঁশবেড়িয়ার মহাকালী তলার বাসিন্দা লক্ষণ চৌধুরীর পরিবারের অভিযোগ। গত সোমবার বাঁশবেড়িয়ার শিবনাথ সাউ লক্ষণ কে ফোন করে ডাকে। তারপর থেকেই আর লক্ষণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তারা থানায় অভিযোগ জানিয়েছেন। এখনো পর্যন্ত কোন সুরাহা না হওয়ায় বাঁশবেড়িয়ার ঝুলোনিয়া মোরে পথ অবরোধে শামিল পরিবার ও স্থানীয় বাসিন্দারা।