কাবাডি, ক্রিকেট, ফুটবল খেলা ক্রীড়া প্রেমীদের কাছে জনপ্রিয়তা পেলেও। ঐতিহ্যবাহী এই খেলা ভুলতে বসেছেন অনেকেই। পরিকাঠাম এবং প্রচারের অভাবে ক্রিড়া প্রেমীদের কাছে চাহিদা হারাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খো খো খেলা। তবে এবারের এই খেলাকে ক্রীড়া প্রেমীদের কাছে আগ্রহী করে তুলতে উদ্যোগী হল মালদহ জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদ। জেলা স্তরের খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদহে। মালদহ জেলার দুটি মহকুমায় জোন ভিত্তিক স্কুলের পড়ুয়াদের নিয়ে খো খো খেলা অনুষ্ঠিত হয়।