This browser does not support the video element.
তারকেশ্বর: তারকেশ্বরে আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভায় মন্ত্রী, বিধায়ক, জেলাশাসক, SP ও অন্যান্যরা
Tarakeswar, Hooghly | Jul 8, 2025
হুগলির তারকেশ্বরে আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টচার্য্য, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, পুলক রায়, সুজিত বসু, সাংসদ মিতালী বাগ, বিধায়ক অরিন্দম গুইন, করবী মান্না, রামেন্দ্র সিংহরয়, অসীমা পাত্র, হুগলী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, জেলাশাসক মুক্তা আর্য্য, এস পি কামনাশীস সেন, রাজ্যের নটি দপ্তরের সচিব সহ আধিকারিক বৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।