জাতীয় মহাকাশ দিবসে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।। ভারতবর্ষের প্রত্যেকটি বিজ্ঞান কেন্দ্রের মতো এখানেও জাতীয় বিজ্ঞান সংজ্ঞালয় সংস্থার পক্ষ থেকে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। প্রদর্শনীতে মহাকাশ বিজ্ঞানে ভারতের অতীত গৌরব গাঁথা থেকে শুরু করে বর্তমান ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।