কালনা শহরের বিভিন্ন পুজো কমিটি গুলিকে নিয়ে কালনার পুরশ্রী হলে বুধবার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। কালনা থানা পুলিশ প্রশাসন, কালনা দমকল, ইলেকট্রিক সাপ্লাই, কালনা পৌরসভা এবং বিভিন্ন প্রশাসনিক স্তরের আধিকারিকদের নিয়ে এদিন বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। গতবারের পারমিশন করানো ১৬২টি পুজো কমিটিকে এদিন আমন্ত্রণ জানানো হয়েছিল। পারমিশনের বিভিন্ন বিষয়গুলি অনলাইন পদ্ধতিতে কিভাবে করা যাবে সেগুলি এখান থেকে বলে দেয়া হয় বৈঠকে।