পুকুরের জল থেকে এক শিশুর দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোঘাটের ভেলাদিঘি এলাকায়।জানা গেছে,এদিন সকালে কিছু মানুষ যখন ঘাটে জল নিতে যান,তখন তাঁদের নজরে আসে জলে ভাসতে থাকা একটি প্যাকেট। সন্দেহ হওয়ায় তাঁরা প্যাকেটটি সরাতেই ভেতর থেকে বেরিয়ে আসে শিশুটির দেহ।খবর দেওয়া হয় গোঘাট থানায়।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।ঘটনা ঘিরে শুরু হয় নানান জল্পনা।স্থানীয়দের মধ্যে শিশুর বয়স নিয়ে বিভ্রান্তি রয়েছে—কেউ বলছেন সদ্যজাত,আবার কারও অনুমান 4 থেকে 5 মাস বয়স হবে।