আর জি কর দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ শেষে প্রায় আড়াই ঘণ্টা পর কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়ি থেকে বেরল সিবিআই। আদালত এই নিয়ে তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেয় ৷ এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এই মামলার তদন্তে সম্প্রতি চিকিৎসক তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিল ৷