২০২১ সালে নকল টেট পরীক্ষা করে পাহাড়ের বেকার যুবক-যুবতীদের সাথে প্রতারণা করেছে GTA। এমনই অভিযোগ তুলে হাইকোর্টের সার্কিট বেঞ্চে GTA এর বিরুদ্ধে মামলা দায়ের করল হামরো পার্টি দলের সভাপতি অজয় এডওয়ার্ড। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দার্জিলিংয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে ভোটের রাজনীতি করতে এই ধরনের নকল টেট পরীক্ষা করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।