তিস্তার জল বেড়ে গিয়ে ক্রান্তি ব্লকের তিনটি গ্রামপঞ্চায়েত এলাকায় মোট ১২০০ বাড়ি জলমগ্ন হয়ে পড়ল। এরমধ্যে ১০৩৫টি বাড়ি রয়েছে চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের উত্তর বাসুসুবা, দক্ষিণ বাসুসুবা, সাঙ্গোপাড়া,মাস্টার পাড়া কেরানি পাড়া আরো অনেক এলাকা।চেংমারি গ্রামপঞ্চায়েতের সাহেব বাড়ি ও পশ্চিম দলাইগাওতে ৮০ টি বাড়ি। ক্রান্তি গ্রামপঞ্চায়েত এলাকায় ৮৫ টি বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে।