নদী ভাঙ্গনে শ্রীকান্তটোলা গ্রাম এখন জন মানব শূন্য। একসময় গ্রাম জুড়ে মানুষ গমগম করত। বহু মানুষ হাসি খেলার মধ্যে দিয়ে সহপরিবারে বসবাস করত। কিন্তু এ বছরের নদী ভাঙ্গনে গ্রামের এক প্রান্ত শেষ হয়ে গেছে। গঙ্গা গিলে খেয়েছে বহু বাড়িঘর। গঙ্গার রাক্ষসের রূপের ভয়ে বহু পরিবার নিজেদের বাড়িঘর ভেঙে শেষ সম্বল টুকু বাঁচিয়ে এলাকা ছেড়ে দিয়েছেন। তাই এখন গ্রামে মানুষের তেমন আর দেখা পাওয়া যায় না। গোটা গ্রাম মানুষ শূন্য খা খা পরিস্থিতি রয়েছে। অসহায় পরিবার গুলি।