This browser does not support the video element.
নারায়ণগড়: বেলদাতে ফাস্টফুডের দোকানের আড়ালে অসাধু মধুচক্র ও অবৈধ মদের ব্যবসার অভিযোগ!
Narayangarh, Paschim Medinipur | Sep 18, 2025
দীর্ঘদিন ফাস্টফুড দোকানের আড়ালে চলত অসাধু মধুচক্র ও অবৈধ মদের ব্যবসা। ক্ষোভে দোকান ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা, বেলদা থানার গঙ্গা যমুনা এলাকার। জানা গিয়েছে গঙ্গা যমুনা এলাকার এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে একটি ফাস্টফুডের দোকানের আড়ালে চালাতেন অসাধু মধুচক্র ও অবৈধ মদের ব্যবসা। দীর্ঘদিন ধরে এই অসাধু মধুচক্র ও অবৈধ মদের ব্যবসা চলায় গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি।