চার দিন পর কফিন বন্দী মৃতদেহ এসে পৌঁছালো বাড়িতে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার হুমাইপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিক আইনুল সেখের। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার-পরিজন। শোকস্তব্ধ সমগ্র এলাকা। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ছয় মাস আগে জীবিকার তাগিদে আইনুল সেখ পাড়ি দেন পাঞ্জাবে। সেখানেই প্রায় ছয় দিন অসুস্থ থাকার পর গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর