Diamond Harbour 1, South Twenty Four Parganas | Sep 8, 2025
বেশ কয়েকদিন আগে ডায়মন্ড হারবার আড়ত থেকে ছোট ইলিশ নিয়ে যাওয়ার পথে মগরাহাট থানার নাকা চেকিং ধরা পড়ে , বাজার তো করা হয় ইলিশ মাছ, প্রশাসনের পক্ষ থেকে সেই ছোট ইলিশ ডায়মন্ড হারবার আড়তে বিক্রি করার সময় জটিলতা সৃষ্টি হয়, এই বিষয়ে ডায়মন্ড হারবার থানা এবং মগরাহাট থানাতে কেস হয় সোমবার দিন সেই নিয়ে এসপি ও অ্যাডিশনাল এসপি প্রতিক্রিয়া দিলেন